মা
সবার সেরা, সবার প্রিয়
সব মানুষের চেনা,
কি যে সে অমূল্য রতন
যায় না তাকে কেনা?
কাছে পেলে দুঃখ ভুলে
প্রাণ খুলে হাসা,
দূরে গেলে আধাঁর ঘরে
অশ্রুজলে ভাসা।
তার কাছেতে প্রথম শেখা
প্রথম কথা বলা,
তার হাতে তে হাত রেখে
প্রথম পথে চলা।
তার আচঁলের শিতল ছায়ায়
স্বর্গ খুঁজে পাওয়া,
তার স্নেহ ভালবাসায়
সুখ খুঁজে পাওয়া।
এত গুনের আধার যিনি
নেই যার তুলনা,
পৃথিবীর সেই শ্রেষ্ঠ শব্দ
মধুর ডাক ”মা”।
Comments
i love you see my
blog
http://amadarshahrasti.blogspot.com/
http://amadarshahrasti.blogspot.com/